ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসা, অগুণ নিভানো, বিভিন্ন দূর্যোগ দূর্ঘটনায় ছুটে যাওয়া,অসুস্থ্য মানুষের পাশে দাঁড়ানো, পানিতে ডুবে যাওয়া মানুষ উদ্ধারসহ ছুটে চলা মানবতার দূত ফায়ার সার্ভিস। যাদের জীবনযুদ্ধ মানবসেবা ছাড়াও রয়েছে অনেক কাজ। এমনি এক বিরল দৃষ্টান্ত রাখলেন ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস।
১৬ এপ্রিল বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে উপজেলা প্রানি সম্পদ অফিসের গেটে বৈদ্যুতিক তারে ঝুলে রয়েছে সুকনা একটি বনজ গাছের ডাল। ঝুলে থাকা সুকনা ডালের ফুটা দিয়ে সুন্দর একটি চূড়ই পাখি উঁকি মারছে। ডালটিতে পাখিটি বাসা বেঁধেছে। নিচে পড়ে গেলে বাসায় থাকা ডিম বা যদি বাচ্চা থাকে তবে মারা যেতে পারে। এমটি ভাবছিলেন, ভোলাহাট থানায় কর্মরত ডিএসবির সদস্য নাসেরউদ্দিন।
এ সময় এ প্রতিবেদক সেখানে উপস্থিত হতেই তার ভাবনাটি তুলে ধরেন। পরে পাখিটিকে বাঁচাতে তার নিজ বুদ্ধিতে খবর দিয়ে বসেন ভোলাহাট ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ছুটে আসেন ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার শামসুল আলম সরকারের নেতৃত্বে ৮সদস্যের একটি ফায়ার সার্ভিসের দল।
এ সময় বৈদ্যুতিক কারণে উপস্থিত হয় ভোলাহাট পল্লী বিদ্যুৎ বিভাগের ২জন কর্মী। অল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক তারে ঝুলে থাকা পাখির বাসার ডালটি নীচে নামাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দলটি। তবে ভিতরে পাখি বা পাখির ডিম ও বাচ্চা পাওয়া যায়নি। এদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ডালটি ঝুঁকি পূর্ণ থাকায় রাস্তা দিয়ে যাতাযাতের সময় উপর থেকে পড়ে দূর্ঘটনার শিকার হতে হতো পথচারিদের বলে স্থানীয়রা জানান। ফায়ার সার্ভিসের এমন বিরল কাজে প্রশংসা করেছেন এলাকাবাসি।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।