নিজস্ব প্রতিবেদকঃ সারা বিশ্ব যখন করোনায় মহামারীতে ভুগছে তখন নিজ উদ্যোগে ১৫০জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন লোক সংগীত শিল্পী কামরুজ্জামান রাব্বি । তার বাবা আবুল কালামকে সাথে নিয়ে আজ বৃহস্পতিবার রাজশাহীর দূর্গাপুর উপজেলার আড়ইল, বড়ইল, কিশমত বগুড়া ও কার্তিকপাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে এ সব খাদ্য সামগ্রী বিতরন করেন। বিতরন করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছেন (চাল, ডাল, আলু, তেল ও সাবান) ।
বিতরণ প্রসঙ্গে লোক সংগীত শিল্পী কামরুজ্জামান রাব্বির কাছে জানতে চাইলে তিনি বলেন মানুষ মানুষের জন্য কেউ ইচ্ছাকৃত ভাবে দরিদ্র হয়না, তারা আসলে পরিস্থিতির স্বীকার। এমন দুর্যোগের সময় সবারি একে অপরের সহযোগিতায় নিজেকে মেলে ধরা উচিৎ।
তিনি বলেন, ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময়ই চাই দেশের দরিদ্র ও অসহায় মানুষ যেন সবসময় ভালো থাকে। আর সেই জায়গা থেকেই আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করছি অসহায়,দরিদ্র ও মেহনতি মানুষের পাশে থাকার।
খাদ্য সামগ্রী বিতরণকালে সবাইকে করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ‘ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।