বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে তিন বছরের সন্তান বাপ্পিকে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছেন মা লিপি রাণী। বুধবার ভোরে উপজেলার বুড়ইল ইউপির পোঁতা গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত লিপি রাণী ওই এলাকার বিপ্লব চন্দ্র বর্মনের স্ত্রী।
পুলিশ মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরিবারের লোকজন জানান, মঙ্গলবার দিবাগত রাতে ছেলে বাপ্পীকে হত্যা করে তার মা। পরে নিজেও বিষপানে অসুস্থ হয়ে পড়েন। পরে শ্বশুর-শাশুড়ি ও স্থানীয়রা লিপি রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজরুলে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
বিপ্লব বর্মন দুপচাঁচিয়া উপজেলায় একটি চালকলে শ্রমিকের কাজ করেন। মাঝে মাঝে তিনি স্ত্রী সন্তানের খবর নিতে বাড়িতে যেতেন। কিন্তু করোনার কারণে যানবাহন চলাচল না করায় বাড়িতে যাওয়া হচ্ছিলো না তার। স্ত্রী ও সন্তান বিপ্লবের বাবা ও মায়ের সঙ্গেই থাকতেন।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান, মা-ছেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কারণ জানা যায়নি।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।