আজহারুল ইসলাম বুলবুল: সারাদেশে যখন করোনা ভাইরাসের থাবায় দিশেহারা , অনাহারে দিন কাটালেও লজ্জায় মুখ ফুটে চাইতে পারছেনা অনেক নিম্ন আয়ের মানুষ। রাজশাহীর পুঠিয়ায় অসহায় ও কর্মহীন মানুষদের জন্য এলাকার কিছু তরুনদের সাথে নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন আরাফাত হোসাইন নামের এক যুবক।
অসহায় ও কর্মহীনদের বাড়িতে খাদ্য সামগ্রী যোগান দিতে আরাফাতসহ বেশ কয়েকজন তরুন যুবক ভিক্ষুকের মতো ঘুরছেন প্রভাবশালী ও এলাকার স্বচ্ছল পরিবারের দ্বারেদ্বারে। তারা প্রতিদিন সকালে বের হয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সাহায্য চাইছেন অসহায় পরিবারে মুখে খাবার তুলে দিতে। গ্রামের মানুষরা চাল, ডাল, সবজি ও নগদ অর্থসহ যে যতটুকু সাহায্য করছে তাই নিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন কর্মহীন ও অসহায়দের বাড়িতে বাড়িতে ।
এই যুবকের নাম মো আরাফাত হোসাইন, রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামে তার বাড়ি। সে শিক্ষাজীবনে রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
রাজশাহীসহ সারাদেশ লকডাউন।অসহায় ও দরিদ্র মানুষগুলো তাকিয়ে আছে সহায়তার দিকে। একটু খাবার পাওয়ার আশায়। দেশের এই ক্রান্তিলগ্নে গ্রামের ক্ষুধার্ত ও অসহায় মানুষের হাতে ব্যতিক্রম উদ্যোগে খাবার পৌঁছে দিচ্ছেন তারা।
এব্যাপারে আরাফাত এর সাথে কথা বললে তিনি জানান ,এখন সরকারী ভাবে যতটুকু সাহায্য আসছে সে আসায় যদি আমরা বসে থাকি তবে গ্রামের অনেক অসহায় কর্মহীন মানুষ অনাহারে থাকবে। ,তাদের অনেকেই ক্ষুধার জ্বালায় ছটফট করছে। নিজের শ্রম, মেধা দিয়ে যতটুকু করতে পারবো ততটুকুতে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন।
মানুষের দ্বারে গিয়ে সাহায্য তুলে গ্রামের অসহায়দের মুখে খাবার তুলে দিতে পারায় অনেক ভালোলাগছে। যেখানেই সাহায্যের হাত বাড়িয়েছি আমাদের কেউ নিরাস করেননি। অল্প হোক বেশি হোক সবাই দিচ্ছে ইনশাআল্লাহ।
তিনি বলেন ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময়ই চাই দেশের দরিদ্র ও অসহায় মানুষ যেন সবসময় ভালো থাকে। আর সেই জায়গা থেকেই আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করছি অসহায়,দরিদ্র ও মেহনতি মানুষের পাশে থাকার। পাশাপাশি আমার সাথে রাজিন, মোকাদ্দেস, আফরিদিসহ বেস কয়েকজন যুবক নিরলস ভাবে সেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন ।
খবর২৪ ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।