নাটোর প্রতিনিধি: নাটোরের সীমান্তবর্তী রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় নাটোর সদর উপজেলার কাফুরিয়া ও ছাতনী ইউনিয়নের সাথে পুঠিয়ার যোগাযোগ বিছিন্ন করা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি নাটোর জেলার সীমান্ত ঘেষা রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া বগুড়াপাড়া এলাকায়। এই কারণে নাটোরের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করেন সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি সহ নাটোর ও রাজশাহী জেলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, রাববার রাতে সীমান্ত ঘেষা রাজশাহীর পুঠিয়া উপজেলার বগুড়াপাড়ায় নারায়গঞ্জ ফেরত ইউসুফ আলী (৩০) নামে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া গেলে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়। এই খবর নিশ্চিত হওয়ার পর নাটোর জেলা পুলিশ পুঠিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।