1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঢাকাসহ চার বিশ্ববিদ্যালয়েও হবে করোনা পরীক্ষা: স্বাস্থ্য মন্ত্রণালয় - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

ঢাকাসহ চার বিশ্ববিদ্যালয়েও হবে করোনা পরীক্ষা: স্বাস্থ্য মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: হাসপাতালগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস আক্রান্ত কি-না পরীক্ষা করানো যাবে। এই চার বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

অন্য তিনটি বিশ্ববিদ্যালয় হলো চট্টগ্রাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণাগারে পিসিআর মেশিন বসিয়ে এই পরীক্ষা করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষামূলক ও প্রয়োজনীয় ব্যবস্থা শেষে এই চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় করোনা পরীক্ষা করতে পারবে।

এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় তিনজন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team