1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনা নিয়ে আতঙ্কিত হবেন না, হিরোস ওয়ার্ক হেয়ার: রামেক হাসপাতাল - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

করোনা নিয়ে আতঙ্কিত হবেন না, হিরোস ওয়ার্ক হেয়ার: রামেক হাসপাতাল

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস নিয়ে যখন বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর বিশ্বের অন্যান্য দেশগুলোতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। বাদ যায়নি বাংলাদেশও। বিশ্বের অন্যান্য দেশের মতো মহামারী না হলেও ইতোমধ্যেই সারাদেশে আতঙ্ক সৃষ্টি করেছে এই ভাইরাসটি। মারা গেছেন এখন পর্যন্ত বেশ কয়েকজন। আক্রান্ত হয়েছে তিন শতাধিক এর উপরে। ভাইরাসটির প্রাদুর্ভাব কমাতে দেশের বিভিন্ন জেলা লকডাউন করা হয়েছে ও অঘোষিত লকডাউনে রয়েছে বেশ কয়েকটি জেলা। সরকারের পক্ষ থেকে এ ভাইরাস মোকাবিলায় বেশকিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

রাস্তাঘাট ও বাজারে আসা মানুষ নিয়ন্ত্রনের জন্য নামানো হয়েছে সেনাবাহিনী। বর্তমানে মাঠে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, জেলা প্রশাসন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। সবাই যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত তখন উল্টো চিত্র দেখা গেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের একটি বিলবোর্ডে। ইতিমধ্যেই সাড়া ফেলতে সক্ষম হয়েছে এই বিলবোর্ডটি। গত শনিবার দুপুরে বহির্বিভাগে বিলবোর্ডটি লাগানোর পর থেকে রাজশাহী মহানগরীর আশেপাশের অঞ্চলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় ছবিটি। সেই বিলবোর্ডে লেখা হয়েছে, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, হিরোস ওয়ার্ক হেয়ার। বিলবোর্ডে ধরনের উৎসাহমূলক লেখার পর থেকেই তার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে শেয়ার করছেন ব্যবহারকারীরা।

আর এর জন্য শুভকামনা জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি। খোঁজ নিয়ে জানা যায়, সারা দেশের ন্যায় রাজশাহীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার পর তা নিয়ন্ত্রণ করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর কেউ আক্রান্ত হলে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীদের জন্য আইসোলেশন কেন্দ্র করা হয়।

পরে রাজশাহীর দুটি বেসরকারি হাসপাতাল ও এছাড়াও মিশন হাসপাতাল, ক্রীড়া কমপ্লেক্স এবং স্টেডিয়ামও প্রয়োজনে ব্যবহারের চিন্তা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি মাসের পহেলা এপ্রিল থেকে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে পিসিআর মেশিন স্থাপিত হওয়ার পর থেকেই এখানেই রাজশাহী বিভাগের ৮ টি জেলার সন্দেভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হচ্ছে। এ পর্যন্ত এ ল্যাব থেকে কারো করোনা টেস্ট পজিটিভ আসেনি। প্রত্যেকটি নেগেটিভ এসেছে। আর করোনা রোগীদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ১৫ সদস্যের একটি টিম গঠন করেছে। সেই টিমের প্রধান মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ।

এরপর থেকেই রামেক হাসপাতালে নিয়মিত প্রতিদিন আপডেট নিয়ে প্রেস ব্রিফিং করা হচ্ছে। রোববারও করোনার আপডেট নিয়ে প্রেস ব্রিফিং করেন ডা. আজিজুল হক আজাদ। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান,

রোববার মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার এক নারী, দর্গাপাড়ার ৬০ বছর বয়সী এক ব্যক্তি এবং নওগাঁর ৫০ বছর বয়সী একজন আইসোলেশন ওয়ার্ড রাজশাহীর সংক্রমিত ব্যাধী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। গত শনিবার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে যার সবগুলোর ফলাফল নেগেটিভ। রোববার ৯০টি নমুনার পরীক্ষা হচ্ছে।
এদিকে, গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নওগাঁ থেকে চিকিৎসা নিতে এসে কৃষ্ণ নামের এক ব্যক্তি গেছে। তিনি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি নিয়মিত মদপান করতো। সেকারনে শ্বাসকষ্ট হতে পারে। তবে নমুনা সংগ্রহ করা হযেছে। আজ পরীক্ষা করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালের বহির্বিভাগ এর সামনে যে বিলবোর্ডটি লাগানো হয়েছে তা উৎসাহ দেয়ার জন্য। কারণ বর্তমানে চিকিৎসক-নার্স সহ প্রায় সব মানুষই এই ভাইরাস নিয়ে আতঙ্কিত। মানুষ যাতে আতঙ্কিত না হয় সে জন্য এটি লাগানো হয়েছে। বিশেষ করে চিকিৎসকরা যাতে মনোবল না হারান এবং উৎসাহ পান সেজন্যই এ ধরনের বিলবোর্ড লাগানো হয়েছে।

আশাকরি করোনা ভাইরাস নিয়ে কেউ আতঙ্কিত হবে না। সচেতন হলে এই ভাইরাস থেকে উত্তরণ সম্ভব। এর আগে তিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রয়োজনীয় বেড, আই সি ইউ, ৬ টি ভেন্টিলেটর, ৬টি

এম্বুলেন্স, পর্যাপ্ত পিপি রয়েছে। হাসপাতালে ব্যাপক প্রস্তুতি রয়েছে চিকিৎসা দিতে কোন সমস্যা হবে না।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST