চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকর্কীত্তি ইউনিয়নের লাওঘাটা দাখিল মাদ্রাসায় ভৌত অবকাঠামো উন্নয়নের লক্ষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাদ্রাসা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ্যাডভোকেট আজমল হক বাদশা, ধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, চকর্কীত্তি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল মিঞা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি আতিকুল ইসলাম চৌধুরী ডিউক, মাদ্রাসার সুপার অব্দুল লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রফিকুল ইসলাম। পরে এমপি গোলাম রাব্বানী মাদ্রাসার উন্নতিকল্পে একটি চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান, দুই লক্ষ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মান, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও খেলাধুলা উপকরণ দেয়ার ঘোষণা দেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ