খবর২৪ঘন্ট নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় শ্বাসকষ্ট ও গলাব্যথায় শরীফ মোহাম্মদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
শরীফ মোহাম্মদ ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে।
এর আগে শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে রবিবার সন্ধ্যায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসোলেশনে রাখা হয়।
ইতিমধ্যে তার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, শ্বাসকষ্টজনিত রোগে শরীফের মৃত্যু হয়েছে। তার লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। স্থানীয় নজিরারটেকের চা দোকানি শরীফ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন বলেও তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে রবিবার রাতেই আমরা ওই এলাকায় গিয়েছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ (সোমবার) সন্ধ্যায় বিআইটিআইডি থেকে রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘন্টা/নই