পাবনা ব্যুরো: পাবনার চাটমোহর স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে পুলিশ এক যুুবককে আটক করেছে। এ ব্যাপারে ধর্ষনের শিকার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছে। আটককৃত যুবক হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রামের নজরুল ইসলামের ছেলে শুকুর আলী (২৬)। ৪ এপ্রিল আটককৃত শুকুর আলীকে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সাথে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করা হয়।
অভিযোগে জানা গেছে,উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের রোস্তম আলীর মেয়ে ও শরৎগঞ্জ টি এ হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী (১৪) তার বোনের বাড়ি মূলগ্রামে বেড়াতে আসে। গত ১ এপ্রিল দিবাগত রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে মেয়েটি ঘরের বাইরে এলে শুকুর আলী তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের সাহেব আলীর লিচু বাগানে ধর্ষন করে। স্কুলছাত্রী বিষয়টি তার বোনকে জানায়। এরপর তার মা মুর্শিদা খাতুন ৩ এপ্রিল চাটমোহর থানায় মামলা করেন। মামলা নং ৩/২০। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত শুকুর আলীকে আটক করে। থানার কর্মকর্তা ইনচার্জ সেখ মোঃ নাসীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।