নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহীতে আরও ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলার নয়টি
উপজেলা মিলিয়ে এদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এ নিয়ে এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৩১৪ জন। তবে এখন পর্যন্ত রাজশাহীতে করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এক ১৭
বছর বয়সী কিশোর রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার করোনা না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ পর্যন্ত ৭৬৬ জন হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে। আর ১০৮০ জন এপর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিল।
শনিবার রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।