ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ করোনা ভাইরাসে থমকে যাওয়া নি¤œ আয়ের মানুষের মাঝে বুধবার বেলা ১২টার দিকে ৬৫জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার মেডিকেলমোড়ে ৫০জন ও পুরাতন বাসস্ট্যান্ডের ১৫ মোট ৬৫জন নি¤œ আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান, লবণ বিতরণ করা হয়।খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম ও অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিন মন্ডল। এ কার্যক্রম অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।