আজ ১ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার। ১৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ এবং ৬ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ১ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবী ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। ছোটো ভাইবোনদের কাজে লাগাতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। শরীর ভালো থাকবে। আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। যথাশীঘ্র চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আইনগত ঝামেলায় জড়ানো ঠিক হবে না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
রাজনৈতিক নেতা-নেত্রীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। কোনো ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন। আজ কোনো চুক্তি সম্পাদন হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।