নাটোর প্রতিনিধি: নাটোর রেল স্টেশনের প্রবেশ পথ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করছে পৌর কর্তৃপক্ষ।নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান,আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে স্টেশনের প্রবেশ পথে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। তিনি বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করেন।কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে এ আশংকায় সবাই দায়িত্ব এড়িয়ে যায়। এ অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে পৌর মেয়র উমা চৌধুরীর নির্দেশে পৌর কর্মচারিরা লাশটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করেন।
খবর২৪ঘন্টা/নই