লালপুর (নাটোর) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রভাবে নাটোরের লালপুরে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার দিন মুজুর, ক্ষুদ্র ব্যবসায়ী সহ খেটে খাওয়া মানুষ। তাই এসব কর্মহীন হত দরিদ্রদের পাশে দাড়িয়েছে সমাজের বিত্তবানরা। এরই অংশ হিসেবে রবিবার (২৯ মার্চ ) দুপুরের পর থেকে লালপুর উপজেলা আওয়ামীলীগেরে সভাপতি আফতাব হোসেন ঝুলফু নিজ অর্থায়নে লালপুর হাসপাতাল মোড়ে শতাধিক দুস্থ, দিন মুজুর, নাপিত, ভ্যান চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, ধোপা, কর্মকার ও চায়ের দোকানী সহ ক্ষুদ্র ব্যবসায়ী ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে চাউল,ডাউল, আলু, তেল, লবণ, সাবান বিতরণ করেন।
এসময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আব্দুর রাজ্জাক, লালপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার সরকার, জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে সকলকে অপ্রয়োজনে বাড়ীর বাহিরে না এসে নিজ বাড়ীতে থাকার জন্য আহ্বান জানানো হয়।
খবর২৪ঘন্টা/নই