বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বাবার অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিরাব রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের কোলদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিপন কোলদীঘি গ্রামে শফিউল আলমের ছেলে ও হাটধুমা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ পড়ে বাবার সাথে খাওয়া-দাওয়া শেষ করে, রিপন বাবাকে আদর করবে বলে বায়না ধরলে বাবা ছেলে উভয়কে আদর করে। এরপর সে তার বাবার অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে অটোভ্যানটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে রিপন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
রবিবার সকালে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘন্টা/নই