নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজে এসেছে পিসিআর মেশিন। মেশিন বসানো কার্যক্রম শেষ হলে এখন থেকে এখানেই করোনাভাইরাস সহ বিভিন্ন ধরনের জটিল পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে। অল্প সময়ের মধ্যেই মেশিন বসানো কার্যক্রম শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আর ঢাকা নয় রাজশাহীতেই পরীক্ষা যাবে করোনার। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী মেডিকেল কলেজের বায়োরলজি বিভাগে
পিসিআর মেশিন এসেছে। মেশিনে করোনা সনাক্তসহ বিভিন্ন জটিল পরীক্ষা করা সম্ভব হবে। এ মেশিন বসানো কার্যক্রম চলছে। মেশিন বসানোর প্রক্রিয়া শেষ হলে আর কাউকে ঢাকা যেতে হবে না এখান থেকেই এ ভাইরাসের পরীক্ষা সম্ভব হবে। খুব দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম শেষ হবে। তিনি আরো জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই এসেছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।