1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অতিরিক্ত সচিব পদে সাত রদবদল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

অতিরিক্ত সচিব পদে সাত রদবদল

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মারচ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত সচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ পরিবর্তন আনা হয়।

আদেশ সূত্রে জানা যায়, বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে মো. মাহবুব কবিরকে। তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিদ্যুৎ বিভাগের স্রেডার সদস্য (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রমাণিককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব করা হয়েছে। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে তার বদলির আদেশ হয়েছিল।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিউদ্দিন আহমেদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। এছাড়া সালমা বেগমকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST