নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর আদালতে প্রথম আলো পত্রিকার প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দুই এমপি। রোববার রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে পৃথক দুইটি মামলা করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ দারা।
দুইটি মামলায় আসামী করা হয়েছে প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদকে। মামলা দুইটি আদালতের বিচারক মাহবুবুর রহমান আমলে নিয়েছেন বলে জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী এজাজুল হক মানু।
তিনি বলেন, ‘গত ১১ ও ১৪ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ও ওমর ফারুক চৌধুরীর প্রথশ আলো পত্রিকায় দুইটি সংবাদ প্রকাশ করা হয়। এতে তাদের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, দলীয় ও রাষ্ট্রিয় খ্যাতি ও সুনাম নষ্ট করা হয়েছে। যাতে আসামীরা দন্ডবিধির ৪৯৯/৫০০ ধারায় অপরাধ করেছেন।’
আইনজীবী মানু জানান, আদালত আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে আগামী ৫ ফেব্রুয়ারী তাদের আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন।
খবর২৪ঘণ্টা/এমকে