নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫২৮ জন। আর গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে আরো ১৬২ জনকে। এ নিয়ে কোয়ারেন্টিনের সংখ্যা দাঁড়ালো ৫২৮ জনে। আগের দিন মঙ্গলবার ছিলো ৩৬৬ জন। এছাড়া কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ১৩৫ জন।
হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে শুধু রাজশাহীতে মহানগরীতেই রয়েছেন ১১৫ জন। জেলার ৯ টি উপজেলার মধ্যে বাঘায় ১০ জন, চারঘাটে ৫ জন, দুর্গাপুরে ৫ পুঠিয়ায় ৩ জন, বাগমারায় ৩ মোহনপুরে ৩ জন, তানোর, ৪ জন গোদাগাড়ী ১০ জন ও পবায় রয়েছেন ৪ জন করে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহীতে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫২৮ জন। এদিন ছাড়া পেয়েছেন ১৩৫ জন। ২৪ ঘঘণ্টায় নতুনভাবে যুক্ত হয়েছে ১৬২ জন।
এমকে