পাবনা ব্যুরো: পাবনা সুজানগর উপজেলায় এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে সুজানগর পৌর ছাত্র লীগের যুগ্ন সাধারন সম্পাদকসহ পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দয়ের করেছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সরদার সুমন ওরফে পটল (২২) চর সুজানগর এলাকার মান্নান সরদারের ছেলে।
সুজানগর থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, রোববার সন্ধায় সাঁথিয়া থেকে ওই গৃহবধু সুজানগর বাজারে এসে পৌছায়। এর পর তার দুলাভাইয়ের সাথে ভ্যান যোগে পাবনা সদর উপজেলার কোলাদী গ্রামে তার বোনের বাড়িতে যাচ্ছিল। তারা চর সুজানগর ভবানিপুর এলাকায় পৌছালে ধর্ষনকারীরা তাদের পথরোধ করে ওই গৃহবধুর দুলাভাইকে মারপিট করে গৃহবধুকে একটি গম ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে। ঘটনার পর ওই গৃহবধু সুজানগর পৌর ছাত্র লীগের যুগ্ন সাধারন সম্পাদক সুমন খানসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে। এদিকে সোমবার পাবনা জেনারেল হাসপাতালে ওই গৃহবধুর ডাক্তারী পরিক্ষা সম্পন্ন হয়েছে।
খবর২৪ঘন্টা/নই