খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি তাদের পরিচালনা পর্ষদ সভা স্থগিত করেছে। প্রতিষ্ঠান তিনটি হলো- এশিয়া ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানায়, প্রতিষ্ঠান তিনটি ২০১৯ সালের সমাপ্ত বছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পর্ষদ সভা ডেকে ছিল।
এশিয়া ইন্স্যুরেন্সের ৩০ মার্চ, ব্র্যাক ব্যাংকের ২৫ মার্চ এবং ইস্টার্ন ব্যাংকের ২৯ মার্চ বিকেল ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে প্রতিষ্ঠান তিনটি করোনাভাইরাসের কারণে পর্ষদ সভা স্থগিত করে জানিয়েছে, পর্ষদ সভার তারিখ পরবর্তীতে জানানো হবে।
খবর২৪ঘন্টা/নই