1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার বুথ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

রাজশাহীর বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার বুথ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মারচ, ২০২০

সংবাদ বিজ্ঞপ্তি : করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গৃহীত পদক্ষেপসূমহ যথাযথভাবে বাস্তবায়নে রাসিকের কর্মকর্তাদের সাথে সভা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নকর্মী ও মহানগরবাসীর ব্যবহারের জন্য মাস্ক ও স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) চীন থেকে আনা হচ্ছে। মনিচত্বর, লক্ষীপুর, কোর্ট বাজার, কাশিয়াডাঙ্গা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ও জরুরি বিভাগের সামনে, ঘোষপাড়া মোড়, সদর হাসপাতাল মোড়, শহীদ

কামারুজ্জামান চত্বর, রাণীবাজার, নিউ মার্কেট, স্টেশন চত্বর, নওদাপাড়া আমচত্বর, শালবাগান বাজার, ভদ্রা মোড়, তালাইমারি মোড়, সাধুর মোড়, বিনোদপুর বাজার, উপশহর নিউমার্কেট, তেরখাদিয়া বাজার, সাহেব বাজার বড় মসজিদের সামনে, ভূবনমোহন পার্ক, দরগাপাড়ায় বসানো হচ্ছে জরুরি প্রয়োজনে চলাচলকারী নাগরিকদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের বুথ। নগরীর বিভিন্ন বাজার ও জনসমাগম এলাকায় জীবনুনাশক ওষুধ স্প্রে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া জনসচেতনায় লিফলেট বিতরণ ও মাইকিং অব্যহত রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST