1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডাক্তার-নার্সদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের নির্দেশ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

ডাক্তার-নার্সদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের নির্দেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মারচ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালের চিকিৎসক, রোগী, নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি করোনায় প্রতিরোধে কী কী উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটি করতে বলা হয়েছে।

রবিবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

উচ্চ আদালত বলেছে, ওই কমিটির সদস্য হবেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালক। ওই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এসব নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এখলাছ উদ্দিন ভূইয়াসহ তিন আইনজীবী। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

চলতি বছরের শুরুতে চীনে উৎপত্তি হওয়া ভয়ংকর ভাইরাস করোনা এখন গ্রাস করছে পৃথিবীর ১৭০টির বেশি দেশ। এই তালিকায় আছে বাংলাদেশও। এখন পর্যন্ত দেশে ২৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে দুজনের ‍মৃত্যু হয়েছে সরকারি হিসাবে। তবে এই করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এদিকে প্রয়োজনীয় উপকরণ এবং সুরক্ষা সামগ্রী না পাওয়ায় ঝুঁকিতে রয়েছেন চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা। ইতিমধ্যে করোনা আতঙ্কে রোগীর কাছে না ভেড়ার ঘটনাও ঘটেছে। তবে চিকিৎসকরা বলছেন, প্রয়োজনীয় সুরক্ষা না থাকায় তারা আতঙ্কিত। সেই বিষয়টি সামনে রেখেই নির্দেশনা এলো উচ্চ আদালত থেকে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST