বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় দেশবন্ধু সমাজকল্যাণ সংস্থার সৌজন্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার দয়ারামপুর কার্যালয়ে দেড়শ’ শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরন করা হয়। সংস্থার সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মাজদার রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ ওয়াহাব, সংস্থার সদস্য আশাদুল ইসলাম ও রাসেল আহম্মেদ প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ