খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নরসিংদীতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার একটি মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামের মৃত হাতেম আলী প্রধানের ছেলে কাপড় ব্যবসায়ী আব্দুল বারেক (৫৬) এবং অপর অজ্ঞাতনামা ব্যক্তি (৩০)। তিনিও একজন কাপড় ব্যবসায়ী।
হতাহতরা দেশের অন্যতম বৃহত্তর পাইকারি কাপড়ের বাজার শেখেরচরের খুচরা কাপড় ব্যবসায়ী ছিলেন। শুক্রবার সকালে হাটে যাওয়ার জন্য বাড়ি থেকে পিকআপে করে যাচ্ছিলেন তারা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নরসিংদী সদর উপজেলার কান্দাইল থেকে একটি পিকআপ ভাড়া করে শেখেরচর বাবুরহাটে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হয়।
মাধবদী থানা উপ-পুলিশ (এসআই) পরিদর্শক মীর কায়েস জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।
খবর২৪ঘন্টা/নই