বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে এক সড়ক দূর্ঘটনায় রেজাউল করিম (৪৬)নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন শিশু সহ কমপক্ষে ৬জন। একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুঝি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
বুধবার সকালে উপজেলার শেরপুর-ধুনট সড়কের বথুয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা
নিহত রেজাউল করিম শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে এবং কাঠ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে ধুনট থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা দুই শিশুসহ সাতজন যাত্রী নিয়ে শেরপুর যাচ্ছিল।
পথিমধ্যে উপজেলার বথুয়াবাড়ি ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ২শিশু সহ অটোরিকশার ৭জন যাত্রীই গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম মারা যান।আহতদের মধ্য একজনের অবস্থা গুরুত্বর।
এঘটনায় স্থানীয়রা দুর্ঘটনার পরপরই বালুবোঝাই ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
ধুনট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
খবর২৪ঘন্টা/নই