নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় পেয়াজভর্তি ট্রাক থেকে ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শিবনগর গ্রামের হুমায়ুন আলীর ছেলে সাহালাল (৩২), একই থানার আজগুবি গ্রামের ফারুক হোসেনের ছেলে রাজু মিয়া (২৩) ও একই গ্রামের শেষ মাহমুদের ছেলে ওমর ফারুক (৩০)।
র্যাব জানা, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পেয়াজ ভর্তি ট্রাক থেকে ৩০২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ী ওমর ফারুক, রাজু মিয়া ও শাহলালকে আটক করে। এ সময় ১৩৬৭০ কেজি পেঁয়াজ, ১ টি ট্রাক ও নগদ ৪৫০০ টাকা জন্দ করা হয়। আসামীগণদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।