সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার আয়োজনে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষের নানান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় অলোকার মোড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মোনাজাত, কেক কাটা হয়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপিত মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, তানোর
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হাসমত দৌলা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক এড. নাসরিন আখতার মিতা, জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক মুকুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী, সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মেরাজসহ প্রমুখ।
এমকে