নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস নিয়ে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। রোববার দুপুরে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।
দুপুরে মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এরপর আরডিএ মার্কেট, কাপড়পট্টি, ভূবনমোহন পার্ক, মালোপাড়া, রাণীবাজার হয়ে গণকপাড়া মোড় পর্যন্ত ব্যবসায়ী, দোকান মালিক, পথচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র খায়রুজ্জামান লিটন ও অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, সাবেক সদস্য মোঃ আহসানুল হক পিন্টু, এনামূল হক কলিন্স, মকিদুজ্জামান জুরাত, বোয়ালিয়া থানা (পূর্ব) সভাপতি আতিকুর রহমান কালু, বোয়ালিয়া থানা (পশ্চিম) সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, মহানগর কৃষক সভাপতি রমতুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমকে