খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসর শুরু হয়েছে রবিবার। এদিন মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮১ রানে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ১২৭ রান করে ম্যাচসেরা হয়েছেন আবাহনীর অধিনায়ক মুশফিক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। রবিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রান সংগ্রহ করে আবাহনী।
দলের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম ১২৪ বলে ১২৭ রান করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে মুশফিকের এটি ১২তম সেঞ্চুরি। অন্যদের মধ্যে মোসাদ্দেক হোসেন করেন ৬১ রান। ১৫ বলে ৩৯ করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। পারটেক্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জয়নুল ইসলাম।
পরে পারটেক্স ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২০৮ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন নাজমুল হোসেন মিলন। আবাহনীর পেসার মেহেদী হাসান রানা ৫৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।
খবর২৪ঘন্টা/নই