নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নাটোর জেলা সদরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃত আবু বক্করের ছেলে আকবর খন্দকার (৭০) ও চারঘাট উপজেলার চামটা গ্রামের তাজুলের ছেলে মেহেদী হাসান বাবু (৩৮)। শনিবার দুপুর ২টার দিকে চারঘাটের ফতেপুর চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা
হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার দুপুরে চারঘাট থানাধীন ফতেপুর চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান বাবু ও আকবর খন্দকারকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে