নিজস্ব প্রতিবেদক : পুলিশের প্রতিবেদন গোপন করে ভারতীয় নাগরিককে পাসপোর্ট প্রদানের অভিযোগে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সহকারী পরিচালক আবজাউল হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের রাজশাহী উপপরিচালক জাহাঙ্গীর আলম।
মামলার অন্য আসামিরা হলেন, নাগরিক হাফেজ আহমেদ, পাসপোর্ট অফিসের এমএলএস রঞ্জু লাল, অফিস সহায়ক হুমায়ুন কবির, উচ্চমান সহকারীর দেলোয়ার হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর আলমাস উদ্দিন, ফুটকিবাড়ী ইব্রাহিম হোসেন ও মুদ্রাক্ষরিক আব্দুল ওয়াদুদ।
এর আগে ২০১৭ ভারতের নারী নাগরিক হাফেজ আহমেদকে ভারতে থাকা অবস্থায় একটি পাসপোর্ট প্রদান করেন রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। হাফেজ আহমেদ বাংলাদেশের নায়ক ভারত থেকে সৌদি আরবে চলে যান ওই পাসপোর্ট ব্যবহার করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, তদন্ত শেষে আবজউল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। মামলার পরে বিস্তারিত জানানো হবে।
এমকে