1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনা শঙ্কায় রাবিতে অনুষ্ঠান স্থগিত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

করোনা শঙ্কায় রাবিতে অনুষ্ঠান স্থগিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মারচ, ২০২০

রাবি প্রতিনিধি: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের শঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জনসমাগম ঘটে এমন অনুষ্ঠান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সদস্য অধ্যাপক মলয় ভৌমিক জানান, সরকারের নির্দেশনায় জনসমাগম হয় এমন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় মুজিববর্ষের অনুষ্ঠানও ছোট পরিসরে আয়োজন করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান বলেন, মুজিববর্ষ উদযাপন কমিটির বৈঠকে ক্যাম্পাসে জনসম্পৃক্ততা মূলক অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আজ থেকেই কার্যকর হবে।
এদিকে, মঙ্গলবার(১০ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আবাসিক হলের প্রাধ্যক্ষবৃন্দের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রী হলগুলোর গণরুমে ঠাসাঠাসি করে থাকা ছাত্রীদের বিভিন্ন রুমে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হল প্রাধ্যক্ষ পরিষদের আহŸায়ক অধ্যাপক আব্দুল আলীম বলেন, ছাত্রদের হলগুলোতে অনেক ছাত্রীকে একসঙ্গে থাকতে হয়। তাই করোনা ভাইরাস থেকে সতর্কতা অবলম্বনের জন্য গণরুমে অবস্থান করা ছাত্রীদের অন্য রুমে স্থানান্তর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST