1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার কারণ জানিয়েছে রাবি প্রশাসন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার কারণ জানিয়েছে রাবি প্রশাসন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মারচ, ২০২০

রাবি প্রতিনিধি: দায়িত্ব অবহেলার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ থেকে অব্যাহতি দেওয়ার পর অধ্যাপক লায়লা আরজুমান বানু এ বিষয়ে গণমাধ্যমে মনগড়া অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোযোগ আকৃষ্ট করেছে। প্রকৃত পক্ষে লায়লা আরজুমান বানু ছাত্র উপদেষ্টা হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে জরুরি প্রয়োজনে ঊর্ধতন কর্তৃপক্ষ তাঁকে কর্মস্থলে পাননি। এছাড়া ছুটি না নিয়ে কর্মস্থলের বাইরে গেলেও কর্তৃপক্ষকে অবহিত করার কোন প্রয়োজন মনে করেননি। সংশ্লিষ্ট দপ্তরে তাঁর ছুটির বিষয়ে কোন রেকর্ডও পাওয়া যায়নি। কর্তব্যে অবহেলার কারণে তাঁকে স্বাভাবিকভাবে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বে অবহেলার বিষয়টিকে এড়িয়ে অপ্রাসঙ্গিকভাবে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনার বিষয়কে টেনে এনে মূল বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছেন। তার এই সুকৌশলী বক্তব্যের মাধ্যমে আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন বলে মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একজন দায়িত্বশীল অধ্যাপকের কাছ থেকে এ ধরনের আচরণ অভিপ্রেত নয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত এক আদেশে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ছাত্র উপদেষ্টার পদ থেকে অধ্যাপক লায়লা আরজুমান বানুকে অব্যাহতি দেওয়া হয়।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST