1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবিতে নতুন পদ, নাম ‘বঙ্গবন্ধু চেয়ার’ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

রাবিতে নতুন পদ, নাম ‘বঙ্গবন্ধু চেয়ার’

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মারচ, ২০২০

রাবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ সৃষ্টি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৯৮ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে উচ্চতর গবেষণার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) এটি সৃষ্টি করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু চেয়ার’র নীতিমালা তৈরী করতে আইবিএস’র পরিচালক অধ্যাপক জাকির হোসেনকে আহŸায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক হুমায়ন কবীর, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবীর, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, আইবিএস’র অধ্যাপক স্বরোচিষ সরকার এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

জানতে চাইলে আইবিএস’র পরিচালক অধ্যাপক জাকির হোসেন জানান, আমরা নীতিমালা প্রণয়নে কাজ করছি। নীতিমালা অনুমোদিত হলেই শীঘ্রই ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ সৃষ্টি করা হবে।

তিনি আরও জানান, দুই বছর মেয়াদে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে । এ পদে যিনি নিয়োগ পাবেন তার পদবী হবে ‘বঙ্গবন্ধু অধ্যাপক’। তিনি বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও দর্শন এবং বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রাম ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করবেন। বাংলাদেশের জীবন, সংস্কৃতি, সমাজ, পরিবেশ ও উন্নয়নের লক্ষ্যে আইবিএস কাজ করে আসছে। তাই এখানে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST