বগুড়া প্রতিনিধি: বগুড়ায় প্রবাস ফেরত দুই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ইতালী ফেরত একজন এবং সোনাতলা উপজেলায় কুয়েত থেকে কাতার ফেরত একজন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।
তিনি জানান, সদর উপজেলায় যিনি আছেন তিনি ইতালী থেকে ফেরত উনি ৭ মার্চ এবং সোনাতলা উপজেলার কুয়েত থেকে কাতার হয়ে দেশে ফিরেছেন ৮ মার্চ।
তিনি আরও জানান, আগামী দুই সপ্তাহ তাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে । তবে কারও শরীরে এখন পর্যন্ত করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি।
খবর২৪ঘন্টা/নই