1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনায় স্থগিত হল বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২২ জানয়ারী ২০২৫, ০:৪০ পূর্বাহ্ন

করোনায় স্থগিত হল বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মারচ, ২০২০

খবর২৪ঘন্টা ক্রীড়া ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের দৌরাত্মে ক্রীড়াঙ্গনেও পড়েছে ধস। একের পর এক বাতিল হচ্ছে সব আন্তর্জাতিক ক্রীড়া কার্যক্রম।করোনাভাইসারের কারণে ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশসহ এশিয়ান অঞ্চলের সব ম্যাচ ৬ মাস পিছিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। দুবাইয়ে সংস্থাটির জরুরি সভা শেষে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সোমবার (০৯ মার্চ) মার্চ ও জুনের নির্ধারিত বাছাই পর্বের ম্যাচগুলো বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোকে।স্থগিত ম্যাচগুলো চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে।

এদিকে এএফসির নেয়া এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছে বাফুফে। সাধারণ সম্পাদক বলছেন আবু নাঈম, ‘ফুটবলারদের স্বাস্থ্য-সুরক্ষায় কোন ছাড় নয়।’

এমন ঘোষণা যে আসতে যাচ্ছে তা অনুমেয় ছিলো আগেই, বাকি ছিলো আনুষ্ঠানিকতার। দুবাইয়ে জরুরি সভায় ছিলেন এশিয়ার ফুটবলের কর্তাব্যক্তিরা। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইের ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা ছিলো চলতি মাসের তৃতীয় সপ্তাহে। ২৬ মার্চ আফগানিস্তান আর ৪ জুন ভারতকে বিশ্বকাপের বাছাইয়ে আতিথ্য দেয়ার কথা ছিলো বাংলাদেশের। এর আগে ৩১ মার্চ খেলার কথা ছিলো কাতারের বিপক্ষে। কিন্তু এশিয়ান অঞ্চলে করোনার প্রার্দুভাবের কারণে পিছিয়েছে সব খেলা।

ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ হামজা বলেন, ‘সবকিছুর বিবেচনায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা। প্রত্যাশা করছি আগামী ৬ মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

সৌদি আরব ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলকাসামি বলেন, ‘ফুটবলার ও সমর্থকদের স্বাস্থ্যের সুরক্ষাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। সভায় উপস্থিত সবাই ম্যাচ পেছাতে একমত হয়েছে। আশা করছি এতে জটিলতা কমবে।’

ম্যাচ পেছানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে না জানলেও তারা বলছেন এতে কিছুটা হলেও সুরক্ষিত থাকবেন ফুটবলাররা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা চিঠিটা আসার জন্য অপেক্ষা করছি। ওই চিঠিটা আসার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST