খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নোয়াখালীর সেনবাগে বিআরটিসির বাসচাপায় এমএ ছিদ্দিক নাঈম (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার আরও এক বন্ধু আহত হয়েছে। সোমবার সকালে সেনবাগ-ফেনী সড়কের তিন পুকুরিয়া চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, সকালে নাঈম তার এক বন্ধুকে নিয়ে কলেজে যাওয়ার পথে সামনে থাকা বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাঈম ঘটনাস্থলেই নিহত হয়।
খবর২৪ঘন্টা/নই