বাগমারা প্রতিনিধিঃ বাগমারার তাহেরপুর পৌরসভার জামলই দ্বিমূখী দাখিল মাদ্রাসার অবসর শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১০ টার দিকে মাদ্রাসা চত্তরে এক আলোচনা সভা ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিল সমসের আলী, সাবেক কাউন্সিল ইসমাইল হোসেন ও জামলই মাদ্রাসার সুপার মানসুর রহমান। প্রধান অতিথি মাদ্রাসার ২টি কক্ষ সংস্কার ও মাদ্রাসার উন্নয়নে সব রকমের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থী বিদায় শিক্ষক ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ