1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুই ধাক্কায় ৬ মাস নিষিদ্ধ রোনালদোর সতীর্থ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

দুই ধাক্কায় ৬ মাস নিষিদ্ধ রোনালদোর সতীর্থ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মারচ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রেফারিকে এক ধাক্কায় মিললো সরাসরি লাল কার্ড। আরেক ধাক্কায় পেলেন ৬ মাসের নিষেধাজ্ঞা। এমনটাই হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বদেশি সতীর্থ গেলসন মার্টিন্সের সঙ্গে।

ঘটনাটা ঘটেছিল গত মাসে। তবে সেই ঘটনার রায় এই মাসে দিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ। মাঠে অখেলোয়াড়ি সুলভ আচরণের জন্য পর্তুগালের মোনাকো উইঙ্গার মার্টিন্সকে দেওয়া হলো ৬ মাসের নিষেধাজ্ঞা।

গত ০১ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ লিগ ওয়ানে মুখোমুখি হয়েছিল মোনাকো ও নিম। সেই ম্যাচে নিমের এক খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকল করে ৩২ মিনিটে লাল কার্ড দেখে বসেন চেলসির সাবেক ফরাসি মিডফিল্ডার টিমোয়ে বাকাইয়োকো।

কিন্তু ব্যাপারটি পছন্দ হয়নি মার্টিন্সের। প্রতিবাদস্বরূপ রেফারি মিখায়েল লেসেজকে ধাক্কা দিয়ে বসেন তিনি। রেফারিও রেগেমেগে সরাসরি লাল কার্ড দেখিয়ে বসেন মার্টিন্সকে। এতে চড়ে গিয়ে দ্বিতীয়বার আরও জোরে রেফারিকে ধাক্কা মারেন মোনাকো উইঙ্গার।

২৪ বছর বয়সী পর্তুগিজ তারকার এমন বাজে আচরণ ক্ষমা করেনি ফ্রেঞ্জ লিগ কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে মার্টিন্সকে। তবে সেই সাজা কমিয়ে ৬ মাসে নিয়ে আসা হয়েছে। যার ফলে এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। চলতি মৌসুমে মোনাকোর হয়ে ২৩ ম্যাচে এক অ্যাসিস্ট ও ৪ গোল করেছেন মার্টিন্স।

অবশ্য বিতর্কিত হওয়া নতুন নয় মার্টিন্সের জন্য। অথচ ক্যারিয়ারের শুরুতে দুই উইং ধরে খেলতে পারার জন্য নতুন ক্রিশ্চিয়ানো রোনালদো ভাবা হতো তাকে। খেলেছেন রোনালদোর সাবেক ক্লাব স্পোর্টিং সিপি’তেও। এমনকি দেশের জার্সিতে পর্তুগিজ যুবরাজের সঙ্গেও ২১ ম্যাচ খেলে ৪ গোল করেছেন মার্টিন্স।

রেফারিকে ধাক্কা দিয়ে মার্টিন্সের চেয়েও বেশি ম্যাচ নিষিদ্ধ হওয়ার রেকর্ড আছে ইউরোপের ক্লাব ফুটবলে। ১৯৯৮ সালে আর্সেনালের বিপক্ষে ম্যাচে শেফিল্ড ওয়েডেনেসডের ইতালিয়ান ফরোয়ার্ড পাওলো দি কেনিও লাল কার্ড দেখার পর রেফারি পল এলকককে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে ১১ ম্যাচ নিষিদ্ধ হোন। পাশাপাশি তাকে ১০ হাজার পাউন্ডও জরিমানা গুণতে হয়।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST