নাটোর প্রতিনিধি: নাটোরে সড়ক দুর্ঘটনায় বিলকিস নামে গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ সকালে নাটোর শহরে অদূরে মহাসড়কে বড়তলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিলকিস দিয়ারভিটা এলাকার স্বপনের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানায়, বিলকিস নামে ওই গৃহবধু বাজারে আসছিলেন কাজে। রাস্তা পার হবার জন্য নাটোর -রাজশাহী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু হঠাৎ দ্রুতগামী একটি পিকাপ তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ পিকাপটিকে আটক করতে পারেনি ।
খবর২৪ঘন্টা/নই