নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির রাজশাহী মহানগর শাখার পার্টি অফিসের তালা ভেঙে দখল কলে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে অর্ধশতাধিক বিদ্রোহী তালা ভেঙে পার্টি অফিসের দখল নেয়। এরপর বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বর্তমান কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে ৭১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেন তারা। জানা গেছে, গত ১৫ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি রাজশাহী মহানগরের জন্য আহবায়ক কমিটি অনুমোদন করে। আহŸায়ক কমিটি দেয়ার পর থেকেই ক্ষোভ চলছিলো পার্টিতে। এরই ধারাবাহিকতায় অর্ধশতাধিক বিদ্রোহী নেতাকর্মী সকালে পার্টি অফিসে সামনে জড়ো হয়। এসময় পার্টি অফিস তালাবদ্ধ ছিলো যার চাবি নতুন আহŸায়ক কমিটির হাতে।
বিদ্রোহীরা নিজেদেরকে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মী হিসেবে উল্লেখ করে দাবি করেন যে, তাদের পার্টি অফিসে প্রবেশ অধিকার আছে। এক পর্যায়ে তালা ভেঙে বিদ্রোহীরা ভিতরে প্রবেশ করে। তারপর সংবাদ সম্মেলনের আয়োজন করে। লুৎফর রহমানকে আহবায়ক ও সালাউদ্দিন মিন্টুকে সদস্য সচিব করে
৭১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করা হয়। এদিকে, বর্তমান কমিটির সদস্য সচিব আবু ইউসুফ সেলিম বলেন, যারা পার্টি অফিসে তালা ভেঙে ঢুকেছেন তারা বিদ্রোহী গ্রæপ। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। তার দাবি, যারা পাল্টা কমিটি গঠন করেছে তারা জাতীয় পার্টি ধ্বংসের পাঁয়তারা করছে। যাকে সদস্য সচিব করা হয়েছে তাকে এর আগে তিন বার পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া যাকে যুগ্ম আহŸায়ক করা হয়েছে তিনি ছাত্রদল করতেন এবং প্রশ্নফাঁসের মামলা রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটির আহবায়ক লুৎফর রহমান বলেন, যে কমিটি ঘোষণা করা হয়েছিল সেটি এর আগে কমিটি চালাতে পারেনি। যারা আছে তারা কেউ যোগ্য নয়। এ জন্য ত্যাগি নেতাকর্মী নিয়ে পাল্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটি অনুমোদনের জন্য মহাসচিবের কাছে পাঠানো হবে। নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র জানান, তাদের কাছে কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দায়ের করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমকে