খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নিজের লেখা বইয়ের টাকা খালেদা জিয়া ফাউন্ডেশনে দেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৬ মার্চ) নয়াপল্টনে রিজভী রচিত ‘সময়ের স্বরলিপি’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
রিজভী বলেন, ‘সময়ের স্বরলিপি’ বই বিক্রির সম্পূর্ণ টাকা বেগম খালেদা জিয়া ফাউন্ডেশনে দিয়ে দেব।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, সময়ের স্বরলিপি বইটি আমি দুই ঘণ্টার মধ্যে পড়ে শেষ করেছি। গ্রন্থটি খুবই আকর্ষণীয়। প্রত্যেকটি লেখা আমি উপভোগ করেছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট এজেডএম জাহিদ হোসেন, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই