নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। এ সময় একটি ট্রাক ও প্রাইভেট কার ও ১৫ হাজার টাকা জব্দ করা হয়। ৬ মার্চ রাত সোয়া ২টায় নগরীর শাহমখদুম থানাধীন মারকাজ পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, আরএমপির কাটাখালি থানার শ্যামপুর গোয়ালপাড়া এলাকার মৃত হালিম আলীর ছেলে সাইফুদ্দিন (২৯), একই থানার সুচারন এলাকার মৃত তবারক মোল্লার ছেলে তাজু (২১) ও নগরীর লক্ষীপুর কাজিহাটা এলাকার মৃত শাজাহানের ছেলে ডলার (৩৭)। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া
ক্যাম্পের একটি দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন মারকাজ পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাইফুদ্দিন, তাজু ও ডলারকে ৬৩১ বোতল ফেন্সিডিল, ৭৭০ পিস ইয়াবা, ১ টি ও ১ টি প্রাইভেট কার এবং ১৫ হাজার টাকাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমকে