খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় প্লাস্টিকের কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে আকাশ (১৬) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আকাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাওরারচর গ্রামে। ইসলামবাগ এলাকায় থাকত সে। দুই ভাইয়ের মধ্যে আকাশ ছোট।
নিহতের বড় ভাই হৃদয় জানান, ইসলামবাগ প্লাস্টিক কারখানায় মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদুৎস্পৃষ্ট হয় আকাশ। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সে মারা যায়।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই