নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৩ হাজার ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলো, রাজশাহীর কাটাখালি থানার চককাপাশিয়া কুশিপাড়া এলাকার তাসের আলীর ছেলে ইউসুফ আলী (৩৮) ও একই এলাকার আজিবরের ছেলে ফরিদ (৩৫)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে
খবর পেয়ে রাজশাহীর কাটাখালী থানাধীন কাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফরিদ ও ইউসুফকে ৩ হাজার ২০ পিস ইয়াবাসহ আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।