পাবনা ব্যুরো: পাবনা-ঢাকা মহাসড়কের শহরের দক্ষিণরাঘবপুর এলাকায় বাস চাপায় বেলাল হোসেন (৫০) নামে গ্রামীণ ব্যাংকের এক ব্রাঞ্চ ম্যানেজার নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত বেলাল হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের দিলবর হোসেনের ছেলে। পাবনা সদর উপজেলার হিমায়েতপুর গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন তিনি। তিনি পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় বসবাস করতেন।
পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে বেলাল হোসেন মোটর সাইকেলযোগে অফিসে যাচ্ছিলেন। পাবনা-ঢাকা মহাসড়কের দক্ষিণরাঘবপুর নামক স্থানে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে তিনি গুরুতর ভাবে আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ