ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ নানা গুঞ্জন জল্পনা- কল্পনার পর ভোলাহাটে আওয়ামীলীগের উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিলে ডাঃ আশরাফুল হক চুনু সভাপতি ইয়াসিন আলী শাহকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল হকের সভাপতিত্বে উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিল শুরু হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল। প্রধান বক্তা ছিলেন, জেলা সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, সাহাবুদ্দিন ফরাজী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন শিমুল, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোলাম মোস্তফা বিশ^াস। এর পূর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন, কাউন্সিলের সভাপতি এবং দলের মৃত্যুবরণ করা সদস্যদের স্মরণ করেন সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু। শেষে প্রধান অতিথি এসএম কামাল হোসেন বলেন, ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালি করতে হবে ভালো হতে হবে সবাইকে। তিনি বলেন, বঙ্গবন্ধুর গানকে অবমাননা করায় এমপিকে ক্ষমা চেয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন এলাকায় প্রবেশ করতে হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি তার সরকারের বিভিন্ন প্রকার উন্নয়নমূল কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রধান অতিথি সভাপতি ও সাধারণ সম্পাদক সকল পদপ্রার্থী, অতিথিদের নিয়ে নির্বাচান না করে দলকে সু-সংগঠিত করতে পারবে এমন ব্যক্তিকে পদ দেয়ার ব্যাপারে মতামত চাইলে কাউন্সিলে উপস্থিত সকলে মতামত দেন। ফলে অতিথিগণ সকল পদপ্রার্থীগণের সাখে আলোচনা করে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনুকে সভাপতি, আব্দুল গাফ্ফার মুকুলকে সহ সভাপতি, ইয়াসিন আলী শাহকে সাধারণ সম্পাদক ও পিয়ার জাহানকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন প্রধান অতিথি।
ছবিক্যপশনঃ ভোলাহাটে উপজেলা আওয়ামীগের সভাপতি ডাঃ আশরাফুল হক চুনু ও সাধারণ সম্পাদক উয়াসিন আলী শাহ।
খবর২৪ঘন্টা/নই