খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে আগুনে পুড়ে মাবিয়া বেগম (৫৫) নামে এক পক্ষাঘাত আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মোহাম্মদপুরের ডি ব্লকের ১৩/জি নম্বর সাত তলা ভবনের চার তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাবিয়া বেগমের স্বামীর নাম করম আলী। ছেলে নূর মোহাম্মদের বাসায় থাকতেন তিনি।
এরশাদ হোসেন জানান, মাবিয়া বেগম প্যারালাইজড রোগী ছিলেন। তিনি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে ফিজিক্যাল থেরাপি দিতেন। থেরাপি দেয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহটি মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই